আন্তর্জাতিক ডেস্ক : ফের বন্দুকধারীর হামলা স্কুল চত্বরে। এ বার ফ্রান্সের গ্রাসে শহরে। পুলিশ জানিয়েছে, স্কুলের দুই ছাত্র হঠাৎই বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। তাদের মূল লক্ষ্য ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনায় দু’ জন আহত হয়েছেন।
এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা গেলেও একজন পালিয়েছে। ধৃতের কাছ থেকে একটি রাইফেল, কয়েক রাউন্ড গুলি, দু’টি পিস্তল এবং ২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। স্কুল শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই প্রধান শিক্ষকের অফিস থেকে হঠাৎই গুলির শব্দ শুনে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।
সকলে দ্রুত পাশের একটি সুপারমার্কেটে গিয়ে সকলে আশ্রয় নেন। এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ১৭ বছর বয়সি অভিযুক্ত এক ছাত্র ধরা পড়লেও একজন পালিয়ে যায়। পুলিশের অনুমান, এরা কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য নয়। কী কারণে আক্রমণ চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
অন্য একটি পৃথক ঘটনা ঘটেছে প্যারিসের ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের সদর দপ্তরে। একটি খাম খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণ হয়। ঘটনায় একজন সামান্য আহত হন। তবে ঘটনায় নড়েচড়ে বসেছে প্যারিস পুলিশ। ছোটমাত্রায় হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অফিসে এই বড় মাত্রায় বিস্ফোরণ যে ফের হবে না তার কোনও নিশ্চয়তা নেই। তার পাশে বিশ্ব ব্যাঙ্কের দপ্তরও রয়েছে। কী ভাবে ওই খাম সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে দপ্তরে ঢুকল তা নিয়েও ধন্দে পুলিশ।
১৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস