শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭, ০২:৫১:০৭

সিরিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানালেন ফুটবল তারকা মেসি

সিরিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানালেন ফুটবল তারকা মেসি

আন্তর্জাতিক ডেস্ক :  বারুদের গন্ধ, রক্ত স্রোত, সজন হারানোর শোক আর প্রতি মুহূর্তের মৃত্যু ভয়। গত ৬ বছর ধরে এসব কিছুই সিরিয়া সহ্য করে চলেছে। উদ্বাস্তু জীবনে হাহাকারই শুধু সম্বল হয়ে দাঁড়িয়েছে। শিশুরা হারিয়ে বসেছে তাদের শৈশব।

ফুটবল জাদুকর লিওনেল মেসি এসবের প্রত্যক্ষদর্শী না হলেও, এসব খবর তার কানে পৌঁছায়। বিপর্যস্ত জীবনের টুকরো টুকরো ছবি চোখে পড়ে টেলিভিশনে, সংবাদপত্রের পাতায়। এসব দেখতে দেখতে তার মন ক্লান্ত। তাই তো লিওনেল মেসি ডাক দিলেন সিরিয়ার যুদ্ধ বন্ধের।

লিওনেল মেসি ইউনিসেফের দূত হিসেবেও কাজ করেন। যুদ্ধ বন্ধের দাবিতে বলেছেন, ‘যুদ্ধ! যুদ্ধের দিনগুলো ভয়ঙ্কর। সিরিয়ার শিশুরা গত ছয় বছর ধরে এই যুদ্ধের শিকার। ছোট ছোট ছেলেমেয়েগুলোর জীবন বিধ্বস্ত। আমি শুধু ইউনিসেফের দূত নই। একজন বাবাও। এসব দেখে সত্যিই মন ভেঙে গেছে। তাই সবাইকে বলছি, ইউনিসেফের দাবির সঙ্গে গলা মেলালেন। জোর গলায় বলুন, যুদ্ধ বন্ধ হোক। ’

যারা যুদ্ধ চায়, তাদের মন হয়ত এই দাবিতে গলবে না। কিন্তু যারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, তারা মনে মনে অবশ্যই শক্তি পাবেন মেসির এই কথায়।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে