আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুত্বকে উপেক্ষা করা বন্ধ না করলে ভারতের রাজনৈতিক দলগুলির অস্তিত্ব ধ্বংস করে দেবে দেশটির সন্ত সমাজ। এভাবেই হুঁশিয়ারি দিলেন ভারতের পুরীর জগৎগুরু নিশ্চলানন্দ সরস্বতী।
নিশ্চলানন্দ সরস্বতী বলেন, ‘প্রাচীন মুনি ঋষিরা যে ভূমিকা নিতেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সাধু সন্ন্যাসীদেরও সে ভূমিকায় আসতে হবে। বিজেপিও হিন্দুত্ববাদী দল নয়।’ তার মতে, বিজেপি-সহ দেশের বাকি রাজনৈতিক দলগুলি হিন্দুদের স্বার্থ দেখছে না। অন্য দলের মতো বিজেপি হিন্দু বিরোধী নয়, এটা স্পষ্ট। তবে তারা হিন্দুদের সমর্থক একেবারেই নয়। জগৎগুরুর ব্যাখ্যা, নরেন্দ্র মোদি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। হিন্দুত্বের ইস্যুতে আসেননি।
জগৎগুরু সরস্বতীর কথায়, ভোটের আগে সরসঙ্ঘের চাপে রামমন্দির নির্মাণ, গঙ্গা সংস্কার ও গোহত্যা বন্ধের মতো বিষয় নিয়ে কথা বলে। অথচ ক্ষমতায় আসার পরে বলে, রামমন্দিরের নির্মাণের বিষয় সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। তারা মোটেও হিন্দুদের সমর্থক নয়।
নিশ্চলানন্দ সরস্বতীর হুঁশিয়ারি, হিন্দুত্বকে উপেক্ষা করলে দেশে সাধু সন্তরা একজোট হয়ে রাজনৈতিক দলগুলিকে ধ্বংস করে দেবে।
১৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস