আন্তর্জাতিক ডেস্ক: ১৮ মার্চ সকালেই কেঁপে উঠল দেশের তাজ-নগরী আগ্রা। দু’টি বিস্ফোরণ কাঁপিয়ে দিল এই প্রাচীন নগরিকে।
শনিবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আগ্রা। একটি বিস্ফোরণ ঘটে আগ্রা ক্যান্টমনেন্ট রেল স্টেশনে। আর দ্বিতীয়টি রেল স্টেশনের নিকটবর্তী একটি বাড়ির ছাদে।
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনার অব্যবহিত পরেই পুলিশ বাহিনি পৌঁছয় ঘটনাস্থলে। বিস্ফোরণের পেছনে কোনও সন্ত্রাসবাসী গোষ্ঠীর হাত নেই বলেই এখনও পর্যন্ত মনে করছে পুলিশের।-এবেলা
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস