আন্তর্জাতিক ডেস্ক : কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথকেই উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হল৷ সংবাদমাধ্যমের রিপোর্টকে সত্যি প্রমাণিত করে ভারতের জাতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়ে দিল, উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে মনোনিত হয়েছেন আদিত্যনাথ৷
যোগী আদিত্যনাথ টানা ২০ বছর ধরে এমপি। গোরক্ষপুর থেকে তিনি বিজেপির হয়ে পাঁচবার নির্বাচন করে পাঁচবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রাম মন্দির নির্মান আন্দোলনের অন্যতম নেতা তিনি। বিভিন্ন সময় মুসলিম বিদ্বেষী বক্তব্য ও বলিউডের তিন খান নিয়ে বিতর্কীত মন্তব্য করে খবরের শিরোনামও হয়েছেন।
শনিবার বিকেলেই কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নায়ডু ও বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে দলের বিধায়করা বৈঠকে বসতে চলেছেন৷ সূত্রের খবর, সেই বৈঠক শেষেই আদিত্যনাথকে উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করা হতে পারে৷
সূত্রের খবর, দীনেশ শর্মা, কেশব প্রসাদ মৌর্য রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন৷ মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে নাম থাকা মনোজ সিনহা এদিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে মিডিয়ার জল্পনার কোনও প্রয়োজন নেই৷ দলের সংসদীয় কমিটিই শেষ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে৷ একই কথা জানিয়েছেন ভেঙ্কাইয়া নায়ডুও৷ তিনি বলেছেন, মিডিয়ায় যে খবর প্রকাশিত হচ্ছে, সেগুলি সবই কাল্পনিক৷ সন্ধ্যাতেই জানা যাবে নয়া মুখ্যমন্ত্রী কে হচ্ছেন৷
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, যোগী আদিত্যনাথ, ভূপেন্দ্র যাদব, ওম মাথুর, মৌর্য ও সুনীল বনশলকে নিয়ে ওই বৈঠকের আগে আরেকটি গোপন বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ অন্যদিকে, লখনউতে যোগী আদিত্যনাথের সমর্থকরা তাকে মুখ্যমন্ত্রী করার দাবিতে আন্দোলন করছেন৷ একই দাবিতে কেশব প্রসাদ মৌর্যের সমর্থকরাও আন্দোলন চালাচ্ছেন৷
১৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস