রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০৬:০২:২৮

হোয়াইট হাউসে বোমাতঙ্ক!

হোয়াইট হাউসে বোমাতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী টপকে হোয়াইট হাউস চত্ত্বরে গাড়ি চালিয়ে এক ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করলেন। শুধু তাই নয়, তার গাড়িতে বিস্ফোরণ রাখা আছে বলেও দাবি করেন তিনি।

সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই ব্যক্তিকে আটক করে এবং তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করে। এই ঘটনার পরই গোটা হোয়াইট হাউস চত্ত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার রাত ১১টা ৫ নাগাদ এক ব্যক্তি কালো রঙের একটি গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের চেক পয়েন্টে পৌঁছে যান। তার গাড়িতে বিস্ফোরক আছে বলেও তিনি দাবি করেন। এরপরই ওই গাড়িটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। এই ঘটনার সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। তিনি ১৮ মার্চ ফ্লোরিডায় যান। গাড়িতে আদৌও বিস্ফোরণ ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এই ঘটনার আগে আরও এক অনুপ্রবেশকারি হোয়াইট হাউসের বাফার জোনে থাকা একটি সাইকেল র‌্যাকের ওপর দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জানা যায়, তাঁর হাতে কাগজপত্র ছিল। যা তিনি হোয়াইট হাউসে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন।  
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে