সোমবার, ২০ মার্চ, ২০১৭, ০৭:৪৮:৫৪

‘বিজেপির এই জয় মুসলিমদের প্রতি ৭০ বছরের প্রতারণার ফল’

‘বিজেপির এই জয় মুসলিমদের প্রতি ৭০ বছরের প্রতারণার ফল’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির বিশাল জয়কে মুসলিমদের প্রতি ৭০ বছর ধরে চলা প্রতারণার ফল বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি।

এ নির্বাচনে এআইএমআইএম বিজেপিকে সাহায্য করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেসসহ বেশ কয়েকটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। বিহারের কৃষ্ণনগঞ্জে পার্টি অফিসে সেই অভিযোগের জবাবে ওয়াইসি বলেন, ‘আমি তাদের জিজ্ঞেস করতে চাই, যারা ধর্মনিরপেক্ষতার বয়ান দেন তারা কেন উত্তর প্রদেশ এবং উড়িষ্যায় পরাজিত হল; যেখানে আমার দল কোন প্রার্থীই দেয়নি।’

অন্ধপ্রদেশের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত ভারতের লোকসভার এই প্রভাবশালী সদস্য আরও বলেন, যে দলগুলো মুসলমানদের জন্য যুদ্ধ করে বলে দাবি করে, সাচার কমিটির রিপোর্টে দেখা গেছে সেই দলগুলোর জন্যই মুসলমানদের দুর্দশা।

রোববার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আধিত্যনাথ। এ প্রসঙ্গে ওয়াইসি বলেন, যিনিই মুখ্যমন্ত্রী হন না কেন তাকে দেশের সংবিধান ও আইন মেনে চলতে হবে।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে