মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ১০:০১:৩৯

বাবরি মসজিদ প্রশ্নে হিন্দু-মুসলিম সমঝোতার পরামর্শ

বাবরি মসজিদ প্রশ্নে হিন্দু-মুসলিম সমঝোতার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার হিন্দু-মুসলিম দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ সমস্যার সমাধান পরামর্শ দিয়েছে। শীর্ষ আদালত মনে করে, ধর্ম আর বিশ্বাসের সঙ্গে এই সমস্যা জড়িত। তাই এরকম একটি সংবেদনশীল বিষয়ের সমাধান একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই হতে পারে।

রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে চলা একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন।’ আদালত ৩১ মার্চের মধ্যে দুই পক্ষকে আলোচনায় বসতে বলেছে। ভারতীয় জনতা পার্টির নেতা ড. সুব্রাহ্ম্যনিয়ম স্বামী সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার দ্রুত শুনানির জন্য একটি আবেদন জানিয়েছিলেন।

১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, যে জায়গায় রামচন্দ্রের মূর্তি স্থাপন করা হয়েছে, মূর্তিটি সেখানেই থাকবে। গোটা জমিটা তিনভাগ হবে। একটা অংশ সুন্নি ওয়াকফ বোর্ডকে দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে আদালত আজ কোনও নির্দেশ দেয়নি। এটা তাদের পরামর্শ। বিজেপি আদালতের এই পরামর্শকে স্বাগত জানালেও বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বলছে, আদালতের বাইরে মীমাংসার চেষ্টা আগেও হয়েছে। তবে তা ফলপ্রসূ হয়নি। তাই এর মীমাংসা আদালতকেই করে দিতে হবে।
২১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে