বুধবার, ২২ মার্চ, ২০১৭, ১১:২৪:৩০

'ডোনাল্ড ট্রাম্প শিগগির পদত্যাগ করবেন'

'ডোনাল্ড ট্রাম্প শিগগির পদত্যাগ করবেন'

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগির পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের সিনিয়র সিনেটর ডায়ানে ফেনস্টেইন। তিনি জানিয়েছেন, অসাংবিধানিক কর্মকাণ্ডের জেরে ট্রাম্প অভিশংসনের আগেই নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেবেন। লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পবিরোধী এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর ইনডিপেনডেন্টের।

৮৩ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক ডায়ানে ফেনস্টেইন হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য। ট্রাম্পবিরোধী সমাবেশে একজন বিক্ষোভকারী প্রশ্ন করেন, ‘আমরা জেনেছি, ট্রাম্প প্রতিদিনই আইন লংঘন করছেন। রাশিয়ার সঙ্গে তার নিশ্চিত যোগসাজশ রয়েছে। তিনি এমন অনেক কিছুই করছেন যা অসাংবিধানিক। তবে আমরা কেন তাকে সরিয়ে দেয়ার উদ্যোগ নিচ্ছি না?’

জবাবে ফেনস্টেইন ইঙ্গিত দেন যে, তিনি আরও বেশি কিছু অবগত। তিনি বলেন, ‘আমরা অনেকেই এসব বিষয়ে তদন্ত করছি। আমি মনে করি, তিনি (ট্রাম্প) নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।'

এ সময় তিনি ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবসায়িক সংশ্লিষ্টতা ও স্বার্থের সংঘাতের কথা উল্লেখ করেন। তবে অভিশংসিত হওয়ার মতো কোনো কাজ ট্রাম্প করেছেন কিনা- সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।

ফেইন স্টেইন বলেন, ‘আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না।’
২২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে