বুধবার, ২২ মার্চ, ২০১৭, ১২:১০:০৭

সৌদি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:  ইরান-সমর্থিত ইয়েমিনি গ্রুপের যোদ্ধারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।

আরবি ভাষার আনসারুল্লাহ ওয়েবসাইট জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনী ও তার মিত্র যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলের রাজলা সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্বল্প পাল্লার আসিফ-১ (টাইফুন-১) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাজধানী রিয়াদ থেকে ৮৪৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার বিকেলে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির সম্ভাব্য বিবরণ পাওয়া যায়নি। চলতি বছরের গোড়ার দিকে গ্রুপটি সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল।-ওয়েবসাইট
২২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে