বুধবার, ২২ মার্চ, ২০১৭, ১১:২১:৪৮

এটা কি প্রাইমারী স্কুল নাকি সংসদ : ধমকালেন স্পীকার

এটা কি প্রাইমারী স্কুল নাকি সংসদ : ধমকালেন স্পীকার

আন্তর্জাতিক ডেস্ক : এ যেন প্রাইমারী ক্লাসরুম। হইহুল্লোড়, ঝগড়াঝাটি তো রয়েছেই। কারণ-অকারণে একজন আরেকজনের দিকে তেড়েও আসেন। গলা চড়িয়ে শুরু করে দেন ঝগড়া। এ ছবি দিল্লীর লোকসভায় কক্ষে অতি পরিচিত। নিজেদের আচরণে ছোট ছোট স্কুল শিক্ষার্থীদেরও হার মানতে বাধ্য করেন কোনও কোনও সাংসদ। বুধবার আর ধৈর্য রাখতে না পেরে ধমকেই দিলেন ভারতের লোকসভার স্পিকার। বললেন, এতো হট্টগোল কিসের? এটা কি প্রাইমারী স্কুল?

সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার সকাল থেকে লোকসভার কক্ষ শান্তিপূর্ণই ছিল। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং। মন্ত্রীদের কাছ থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাজকর্ম নিয়ে প্রশ্নও করা হয়। কিন্তু প্রশ্নোত্তর পর্বের পর নরেন্দ্র মোদি কক্ষ থেকে বেরিয়ে যেতেই সাংসদদের কেউ কেউ নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলতে শুরু করে দেন।

বিষয়টি মোটেই ভাল লাগেনি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের। সংসদের কাজ শান্তিপূর্ণভাবে যাতে চলতে পারে তার জন্য সাংসদদের কাছে অনুরোধ করেন তিনি। কিন্তু তাতেও থামানো যায়নি। এরপরই স্পিকার বলেন, এখানে এতো হট্টগোল কিসের? এটা স্কুল নাকি?

২২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে