চট্টগ্রাম থেকে : ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার পর সেখানকার মুসলমানদের দেশত্যাগের হুমকি দিয়ে পোস্টার সাঁটানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
শুক্রবার চট্টগ্রাম থেকে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে ধর্মের নামে জঙ্গিবাদ, র্যাব ক্যাম্পে জঙ্গি হামলা ও জঙ্গি বিরোধী অভিযানের কোনও বক্তব্য ছিল না। হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ সাক্ষরিত ওই বিবৃতি।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উদ্দেশ্যমূলকভাবে সারা ভারতে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। নানাভাবে ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণের উৎসব চলছে। বিজেপির নেতারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, ভয় দেখিয়ে মুসলমানদের হিন্দুত্বের দীক্ষা দেওয়া, দেশ ছাড়া করার হুমকি, হিজাব, বিয়ে, সন্তান জন্মদান, ধর্মীয় শিক্ষা, মাইকে আযান ও গরু জবাই নিষিদ্ধ করেছে। বিশ্বের সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে কার্যত মুসলমানরা এখন তৃতীয় শ্রেণির নাগরিকের মতো অবহেলা ও আতঙ্কে জীবনযাপন করছে।
হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ সাক্ষরিত ওই বিবৃতিতে আহমদ শফী বলেন, গত ১৫ মার্চ টাইমস অফ ইন্ডিয়ায় ‘পোস্টার ইন বেরেলি ভিলেজ আসক মুসলিম টু লিভ’ শীর্ষক এক উদ্বেগজনক সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে ভারতের উত্তর প্রদেশে স্থানীয় নির্বাচনে বিজেপির বিজয়ের পর সেখানকার কয়েকটি গ্রামে মুসলমানদের দেশত্যাগ করতে হুমকি দিয়ে পোস্টার সাঁটা হয়েছে বলে জানানো হয়।
তিনি বলেন, আমরা সবসময় যে কোনও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, বিভেদ তৈরি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে কোনও ধর্মীয় স্বাধীনতা হরণ ও তাদেরকে হেয় করার ঘোরতর বিরোধী। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশে মুসলমানদের ঈমান ও আকিদা রক্ষার লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশে সমাজের সকল ধর্মীয় সম্প্রদায়ের সম্প্রীতিমূলক সহাবস্থানে বিশ্বাস করে।
২৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি