আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দিকে প্রলয়ঙ্করী সাইক্লোন ধেয়ে আসছে। কয়েক বছরের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে ভয়ংকর সাইক্লোন হতে যাচ্ছে। প্রচণ্ড বেগে বয়ে যাওয়া বাতাস ও মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাসে আতঙ্কিত স্থানীয়রা অন্যত্র চলে যাচ্ছে, স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
রোববার রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো জানায়, সাম্প্রতিক দিনগুলোতে কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলের অদূরে সাইক্লোন ডেবি ঘণীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে ‘অত্যন্ত প্রলয়ঙ্করী রূপ নিয়ে’ ঝড়টি ভূমিতে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার রাতে ডেবি ক্যাটাগরি তিন মাত্রার ঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস