আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সিলেটে জোড়া বোমা বিস্ফোরণে পাঁচ জনের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রবিবার ট্যুইট করে মমতা জানান, ‘সিলেটের শিববাড়ীর ঘটনায় তীব্র নিন্দা জানাই। এই দু:সময়ে বাংলাদেশের ভাই ও বোনেদের পাশে আছি’।
উল্লেখ্য, বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় শনিবার জঙ্গি আস্তানায় চলমান অভিযানের মধ্যেই দুই দফা বোমা বিস্ফোরণের দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ৬ জন নিহত হয়।
আহত হয়েছে পুলিশ ও র্যাব সদস্যসহ প্রায় ৪০ জন।
অন্য আরেকটি ট্যুইটে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মমতা।
২৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস