সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ১০:৪৫:০৫

মুসলিমদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত : আজম খান

মুসলিমদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত : আজম খান

আন্তর্জাতিক ডেস্ক : বেআইনি কসাইখানাগুলি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ‌যোগি আদিত্যনাথ। সোমবার ভারতের সমাজবাদী পার্টির নেতা আজম খানের দাবি, ‘গোটা ভারতজুড়েই পশুহত্যা বন্ধ করতে হবে। মুসলিমদের গোমাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত।’

আজম খানের কথায়, পশ্চিমবঙ্গ ও কেরালায় গোহত্যা বৈধ। আবার অন্য রাজ্যে তা আইনত নিষিদ্ধ। এই ধরণের বিষয়ে গোটা ভারতে এক নীতি মানা উচিত। খবর ইন্ডিয়া.কমের।

‌উত্তরপ্রদেশে যোগি আদিত্যনাথ সরকার অবৈধ কসাইখানাগুলি বন্ধ করছে। এর পিছনে ‌যুক্তি নেই বলে মনে করেন সমাজবাদী পার্টির এই নেতা। তার মতে, বৈধ কসাইখানাগুলিতেও তো পশুদের জবাই করা হয়। তাহলে বৈধ-অবৈধ ফারাক কী? সব কসাইখানা বন্ধ করা দরকার।

গোটা ভারতেই গরুর পাশাপাশি মুরগি ও পাঁঠার মাংসের ওপরেও নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন আজম খান। তার মতে, মুসলিমদের উচিত গোমাংস ছেড়ে দেওয়া। এব্যাপারে উলেমারা দায়িত্ব নিতে পারেন।

২৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে