শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ১২:১১:০৯

নিউক্লিয়ার বোমা পরীক্ষার স্থানে ভলিবল খেলছে উত্তর কোরিয়া!

 নিউক্লিয়ার বোমা পরীক্ষার স্থানে ভলিবল খেলছে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নিউক্লিয়ার বম্ব পরীক্ষা নিয়ে দারুণ আশঙ্কায় রয়েছে আমেরিকা। এ নিয়ে ব্যাপক প্রচারণাও চালাচ্ছে তারা। একটি বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার বোমা পরীক্ষার সাইটের ওপর নজর রাখতে গিয়ে তাজ্জব বনে গেল যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ওই স্যাটেলাইটের সংগৃহীত ছবিতে দেখা গেছে, যে স্থানে নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষার কথা রয়েছে, সেখানে ভলিবল খেলা চলছে।  

ওয়াশিংটনে অবস্থিত নর্থ কোরিয়া মনিটরিং প্রজেক্ট একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারই একটি অংশ নর্থ ৩৮। এতে কর্মরত জো বার্মুডেজ বলেন, নিউক্লিয়ার ফ্যাসিলিটির তিনটি স্থানের দিকে দৃষ্টি রাখছি আমরা। সাপোর্ট এরিয়ায় অবস্থিত মূল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, গার্ড ব্যারাক এবং কমান্ড সেন্টারের দিকে মনোযোগ আমাদের। এই স্থানগুলোতে ভলিবল গেমের চলছে। স্যাটেলাইটের ছবিতে এমনটাই দেখা যায়।  

এ বিষয়ে বার্মুডেজের বক্তব্য হলো, আপাতত নিউক্লিয়ার পরীক্ষা স্থগিত রাখা হতে পারে। অথবা যারা নজরদারি করছে তাদের ধোঁকা দিতেই এমনটা করা হচ্ছে। উত্তর কোরিয়া জানে যে তারা নিরবচ্ছিন্ন নজরদারিতে রয়েছে।  

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইলের ধারাবাহিক পরীক্ষা চালায়। গত বছর দুটো পরীক্ষার পর এবার ষষ্ঠবারের মতো নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা।  

দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও নর্থ ৩৮ এর বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর ১০৫তম জন্মদিন উপলক্ষে যেকোনো দিন নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালাবে দেশটি।  

বিশ্বজুড়ে ভয় ছড়িয়ে যায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে বলেন যে, দেশটির যেকোনো ধরনের উত্তেজনা সৃষ্টি অপচেষ্টার সমুচিত জবাব দেওয়া হবে। এর পরই উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানায় যে, আমেরিকার যেকোনো ধরনের আগ্রাসনের জবাব নিউক্লিয়ার আক্রমণের মাধ্যমে দিতে প্রস্তুত তারা।  

বার্মুডেজ বলেন, স্যাটেলাইটের ছবিগুলোতে পুংগাইয়ি-রি সাইটে মাটি খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখা গেছে। এতে মনে হচ্ছে, মাটির নিচ দিয়ে টানেল তৈরির কাজ চলছে। কিন্তু বড় ধরনের কাজের কোনো চিহ্ন মেলেনি, যা দেখে নিউক্লিয়ার পরীক্ষার কোনো লক্ষণ প্রকাশ পায়।-রয়টার্স
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে