রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৮:৩৭:৫৮

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন চীনের প্রেসিডেন্ট

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : চীনা পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) আঞ্চলিক যুদ্ধে জয়লাভের জন্য প্রস্তুতি নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ লক্ষ্যে সোমবার পিএলএ’র তিনটি শাখার জেনারেলদের প্রযুক্তিগত উন্নতি সাধনের নির্দেশও দেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জিনপিং বলেন, ‘আঞ্চলিক যুদ্ধে জয়লাভের জন্য সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ও প্রযুক্তিসহ অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে আরও উন্নতি ঘটাতে হবে।’ তবে এবারই প্রথম নয়, এর আগেও এ ধরনের উক্তি করেছিলেন জিনপিং। গত রোববার দেশটির সেনাপ্রধান ফ্যাং ফেংগু’র উপস্থিতিতে ১৫ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে তলবের পরদিন তিনি এ মন্তব্য করলেন।

দেশটির প্রেসিডেন্ট বলেন, সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও ভালভাবে অনুধাবন করতে হবে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিতর্ক ও উত্তেজনার মধ্যেই তিনি যৌথ যুদ্ধ কমান্ড সিস্টেম ত্বরান্বিত করা ও যুদ্ধ প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

এমন এক সময় চীনের এ প্রেসিডেন্ট সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন, যখন প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনা চলছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে সিনহুয়া জানিয়েছে, সকল পিএলএকেই প্রেসিডেন্টের এ আদেশানুযায়ী কাজ করতে হবে। ওই বক্তব্যে সেনাবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রেসিডেন্টের নাখোশ হওয়ার বিষয়টিও উঠে এসেছে।

সম্প্রতি চীন-ভারত সীমান্তে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিয়েছে উভয় দেশ। এ অবস্থায় প্রেসিডেন্টের এ বক্তব্য ওই বিষয়ে কোনো প্রভাব ফেলবে না বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি যত তাড়তাড়ি সম্ভব অত্যাধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করতেও তিনি পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জিনপিং। সময়ের সঙ্গে দ্রুত পাল্টে যাচ্ছে রণপ্রযুক্তি। আধুনিক যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ইলেকট্রনিক, তথ্যপ্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞান।

পাল্টে যাওয়া রণক্ষেত্রে সাফল্য পেতে হলে সড়গড় হতে হবে নানান খুঁটিনাটি বিষয়ে। সদ্যগঠিত ৮৪টি সেনা ইউনিটের প্রধানদের সে ব্যাপারে সচেতন হতে মঙ্গলবার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জি জিনপিং, যিনি প্রায় ৪৩ কোটি সৈন্য বিশিষ্ট পিপল্‌স লিবারেশন আর্মির প্রধানও।

অত্যাধুনিক যুদ্ধরীতির সঙ্গে পরিচিত হতে দীর্ঘ প্রশিক্ষণের উপরও জোর দিয়েছেন জিনপিং। মনে করা হচ্ছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার বিশিষ্ট মার্কিন থাড (টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স) মিসাইলের মোকাবিলা করতেই চীনের এই উদ্যোগ।

জানা গেছে, আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি থাড মিসাইলের রাডার প্রায় সমগ্র চীনের উপর নজরদারি করতে সক্ষম। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগরে ভারত ও জাপানের মতো প্রতিবেশী রাষ্ট্রকে চাপে রাখতেও আধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করার বিষয়ে জোর দিচ্ছে চীন।

প্রশাসনিক সূত্রে কিছু জানানো না হলেও অভ্যন্তরীণ সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর বহর কমাতে উদ্যোগী হয়েছে বেইজিং। জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৩ লাখ সৈন্যকে ছাঁটাই করা হয়েছে। এরপর বাহিনীর ভেতর থেকেই প্রচুর ঝাড়াই-বাছাইয়ের ফলে তৈরি করা হয়েছে ৮৪টি বিশেষ ক্ষমতাসম্পন্ন বিশাল আকারের সেনা ইউনিট।

গত ডিসেম্বর মাসে এক বৈঠকেও সেনাবাহিনীর পরিমাপ কমানোর কথা উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জিনপিং। তার দাবি, তুলনায় ছোট বহরের ফৌজ যুদ্ধক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে। সেই বাহিনীকে অত্যাধুনিক রণরীতির পাঠ দিয়ে এবার অপরাজেয় করাই বেইজিংয়ের লক্ষ্য।

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর বহরের সঙ্গে জাপানের নৌ-বাহিনীর দুটি জাহাজ যৌথ মহড়ায় অংশ নিয়েছে।

এর জেরে রোববার উত্তর কোরিয়া সামরিক শক্তি প্রদর্শন করতে হামলা চালিয়ে মার্কিন রণতরী ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার হুমকি থেমে নেই এখানেই। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র অস্ট্রেলিয়ায়ও পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলছে, ক্যানবেরা যদি অন্ধভাবে এবং প্রবল আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে তাহলে দেশটিতে হামলা চালানো হবে।

চীনের এই প্রেসিডেন্ট তার বক্তব্যে, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কর্তৃত্বকে দৃঢ়ভাবে সুরক্ষিত রাখতে সামরিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দলীয় নেতৃত্ব অনুসরণ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান তিনি। ২০১৭ সালকে পার্টি ও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন শি জিনপিং।
২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে