সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৬:৫৪

সিরিয়ায় রানওয়ে বানাচ্ছে রাশিয়া

সিরিয়ায় রানওয়ে বানাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংঘাতে আরো সক্রিয় হচ্ছে রাশিয়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়াতে একটি রানওয়ে বসাচ্ছে মস্কো। পাশাপাশি শত শত সামরিক উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং টেকনিশিয়ানও পাঠাচ্ছে রাশিয়া।

লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় বিমান নামতে পারে এমন দীর্ঘ রানওয়ে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে তৈরি করছে রাশিয়া। এ রানওয়ে লাতাকিয়ার হামাইমিন সামরিক বিমান ঘাটির কাছে বানানো হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়ার একটি কৃষি বিমানবন্দরের সম্প্রসার করছে মস্কো। এটি সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশের আল-হামিদিয়া অঞ্চলে অবস্থিত। শস্যে পোকা মারার ওষুধ ছিটানোর কাজে এ বিমানবন্দরটি ব্যবহৃত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরে দীর্ঘ রানওয়ের তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া। সূত্র: রেডিও তেহরান

১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে