বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৮:৩০:১৮

সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জাপানিরা

সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জাপানিরা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিনিদের যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। দুটি দেশই পরস্পরকে হুমকি দিয়ে যাচ্ছে যুদ্ধ ঘোষণা করবে বলে। এমন সময়ে উত্তর কোরিয়ার প্রতিবেশি রাষ্ট্র জাপানের নাগরিকরা নিজেদের প্রস্তুত করছেন যুদ্ধ মোকাবেলার জন্য বিভিন্ন প্রতিরোধক সামগ্রী কিনে। সূত্র: রয়টার্স, নিউজ উইক, ইনডিপেনডেন্ট

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধ্বংসাত্মক পারমাণবিক হামলার শিকার হবে জাপানও। কেননা প্রতিবেশি দেশ হিসেবে পারমাণবিক প্রতিক্রিয়া থেকে তারাও রক্ষা পাবে না। তাই পারমাণবিক আশ্রয় ও বায়ু পরিশোধক কিনে রাখছেন জাপানিরা। অরিবে সেইকি সেইসাকুশো কোম্পানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ মাসে তারা ৮টি পারমাণবিক আশ্রয় বানানোর অর্ডার পেয়েছে। আর এ পর্যন্ত প্রায় ৫০টি বায়ু পরিশোধক বিক্রি করেছে। বায়ু পরিশোধকগুলো সুইডেনে তৈরি হয়েছে যা বাতাসের বিকিরণ ত্যাগ ও বিষাক্ত গ্যাস শোধন করে।

কোম্পানিটির প্রধান নবুকো অরিবে বলেন, জিনিষগুলো বানাতে যথেষ্ট সময় ও অর্থের প্রয়োজস হলেও বর্তমানে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য সকলেই চায় খুব দ্রুত যেন আমরা তা ক্রেতাদের কাছে পৌঁছে দেই। ৬ জনের জন্য বায়ু পরিশোধক নির্মাণে সাড়ে ৫ হাজার ডলার এবং ১৩ জনের জন্য ১৫ হাজার ডলার ব্যয় হয়। অনেককে আশ্রয় দেয়া সম্ভব এমন পরিশোধক নির্মাণে সময় লাগবে ৪ মাস এবং খরচ হবে ২ লাখ ডলারেরও বেশি।

জাপানে এ ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে চলতি মাসে প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তর কোরিয়া সম্পর্কে সতর্কীকরণের পর। আবে দেশটির সংসদে দেয়া এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিষাক্ত গ্যাস দ্বারা ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করার মতো সমর্থ রাখে। যদিও তিনি এ কথার আলোকে কোনো প্রমাণ উপস্থাপণ করেননি।

উল্লেখ্য, পৃথিবীর ইতিহাসে পারমাণবিক হামলায় জাপান সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাশাকিতে ভয়াবহ পারমাণবিক হামলার ক্ষত দেশটি এখনও বয়ে বেড়াচ্ছে। তাই সম্ভাব্য যুদ্ধে জাপানি নাগরিকদের এমন প্রস্তুতি গ্রহণের ব্যাপারটি আশ্চর্যের কিছু নয়।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে