আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের সদর দফতরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ফেসবুকের অফিসে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন তিনি।
গত বছর ভারতের মাটিতে মোদির সঙ্গে দেখা হয়েছিল ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের।
২৩-২৯ সেপ্টেম্বর আয়ারল্যান্ড ও আমেরিকা সফরে যাচ্ছেন নরোন্দ্র মোদি। এর মধ্যেই জাতিসংঘের সাধারণ সভায় আলোচনায় অংশ নেবেন। সিলিকন ভ্যালিতে গুগল-এর সদর দফতরেও যেতে পারেন মোদি।
নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়ে তিনি ভারতীয়দের কাছে সাক্ষাৎ-সংক্রান্ত প্রশ্ন তুলে ধরার আবেদন করেছেন। অন্য দিকে হবু বাবা জুকারবার্গ বলেছেন, ''আনন্দের সঙ্গে জানাচ্ছি এ মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক সদর দফতরে আসছেন।
তিনি আরো বলেন, সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য বিভিন্ন সম্প্রদায় কীভাবে এক সঙ্গে কাজ করতে পারে তা নিয়েই প্রধানমন্ত্রী মোদি আর আমি আলোচনা করব।
ভারতে মোদির সঙ্গে দেখা হওয়ার কথা ভোলেননি জুকারবার্গ। সেই কথা পোস্টে উল্লেখ করে বলেছেন, গত বছর মোদির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। এ বার দেখা হবে ভেবে সম্মানিত বোধ করছি।
মোদিও বলেছেন, ২৭ সেপ্টেম্বর ওই আলোচনার জন্য আগ্রহী আমিও। অনেক কিছু নিয়ে কথা হবে।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস