সোমবার, ০১ মে, ২০১৭, ০১:১৩:৫৫

উত্তর কোরীয় নেতা কিম ‘বুদ্ধিমান মানুষ’: ট্রাম্প

উত্তর কোরীয় নেতা কিম ‘বুদ্ধিমান মানুষ’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালানোর কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ এবং নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সম্প্রতি বিভিন্ন ঘটনায় কোরীয় উপদ্বীপে এক ধরনের যুদ্ধাবস্থার মতো উত্তেজনা বিরাজ করছে। তবে এর মধ্যেই ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বেশ বুদ্ধিমান মানুষ বলে আখ্যায়িত করেছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিমকে অনেক বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেছেন, কিমের বাবা মারা যাবার পর ২৬ বা ২৭ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন, সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন, অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি।

আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। ধারণা করা হয় দেশটি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নির্মাণের চেষ্টা করছে যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। সর্বশেষ শনিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যদিও তা ব্যর্থ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে পিয়ংইয়ংয়ের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে আলোচনা করতে চাননি  ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপের বিষয়েই ঘোষণা দেওয়া উচিত নয়।’ ট্রাম্পের মতে,  এটি একটি দাবা খেলার মতো বিষয়। তিনি তার পরিকল্পনা বা চিন্তাভাবনার কথা মানুষকে জানাতে চান না। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছেন বলে মনে করেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনার বিষয়টি বাতিল হয়ে যায়নি। দেশটি যদি ক্রমাগত পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে এমনটি হতেও পারে।

এদিকে, উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তেজনা নতুন দিকে মোড় নিয়েছে। পূর্ব চীন সাগরে সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। কার্ল ভিনসন ছাড়াও ইউএসএস লেক চ্যাম্পলেইন, মাইকেল মারফি, ওয়েন ই. মেয়ার ও আরও ‍দুইটি ডেস্ট্রয়ার এই মহড়ায় অংশ নিচ্ছে। পিয়ংইয়ং ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণার পরই মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ সময় পূর্ব ‍উপকূলে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়াও।  

রাশিয়া কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য চীনের আহ্বানকে সমর্থন করে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং উই বলেছিলেন, কোরীয় এই সংকটে শান্তিপূর্ণ সমাধানই সবচেয়ে বেশি প্রয়োজন।-বিবিসি
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে