আন্তর্জাতিক ডেস্ক : আবারো মার্কিন সেনাদের হত্যার লক্ষ্যে তালিকা প্রকাশ করেছে ইসলামিক স্টেট বা আইএস। ১০০ জন সেনার নাম, ছবি, ঠিকানা প্রকাশ করেছে সংগঠনটির হ্যাকিং ডিভিশন। ৯/১১-র পরেই ‘Happy 9/11′ উইশ করে এই তালিকা প্রকাশ করেছে আইএস।
হত্যর জন্য তালিকা প্রকাশ এটাই প্রথমবার নয়। এর আগেও আইএস হ্যাকাররা এই ধরনের তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের মার্চ মাসে মার্কিন আর্মি, ওয়ার ফোর্স ও নেভির ১০০ সদস্যের নাম প্রকাশ করে।
আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানো হচ্ছে তাই তাদের হত্যার নির্দেশ দেয় আইএস শীর্ষনেতারা। ১১ সেপ্টেম্বরের বর্ষপূর্তিতেই ফের প্রকাশ্যে এল আরও একটি তালিকা।
'আজ হ্যাকিং… কাল হত্যা…' এই মর্মে তালিকা প্রকাশ করা হয়েছে। ইনটেলের টেরর ট্র্যাকিং সাইটে এটি ধরা পড়েছে।
এর আগে এবছরের জানুয়ারিতে মার্কিন মিলিটারি সেন্ট্রাল কমান্ডের ট্যুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করে। কমেন্টে লেখে “US soldiers, we are coming. Watch your back!” এমনকী হ্যাক করে মিলিটারি লোগো পালটে সেই জায়গায় “Cyber Caliphate”, “I love you ISIS” ইত্যাদি লিখে দেয়।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস