বুধবার, ১০ মে, ২০১৭, ০৮:৩৫:২৯

জুলুমের হাতিয়ার তিন তালাক : মাওলানা ফেরদৌসি

জুলুমের হাতিয়ার তিন তালাক : মাওলানা ফেরদৌসি

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামে তিন তালাকের বৈধতা নিয়ে এখন সরব প্রায় গোটা ভারত। কেউ তিন তালাক প্রথা তুলে দেওয়ার পক্ষে কথা বলছেন, আবার কেউ বা বিপক্ষে। তবে মুসলিম কন্যাদের স্বার্থরক্ষার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিকে, তিন তালাকের বৈধতা নিয়ে দায়েরকৃত একগুচ্ছ পিটিশন বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি শুরুর দুই দিন আগেই তিন তালাক ও হালালার সমালোচনা করলেন জ্যেষ্ঠ ইসলামি আইন বিশেষজ্ঞ মাওলানা সাঈদ শাহাবুদ্দিন সালাফি ফেরদৌসি। তিনি স্পষ্ট ভাষায় এগুলোকে ইসলাম পরিপন্থী এবং নারীদের ওপর জুলুম করার হাতিয়ার হিসাবে মত প্রকাশ করলেন।  

তালাক ও হালালা রোধে যারা পিটিশন করেছেন তাদের পক্ষে মাওলানা ফেরদৌসির এই বক্তব্য এক বিবৃতির মাধ্যমে তুলে ধরে ইন্ডিয়ান মুসলিমস ফর সেক্যুলার ডেমোক্রেসির (আইএমএসডি) সদস্যরা।  

আইএমএসডি'র আহ্বায়ক জাভেদ আনন্দ পড়ে শোনার মাওলানা ফেরদৌসির বক্তব্য। তিনি বলেন, তিনি তালাকের মাধ্যমে স্ত্রীর সঙ্গে তাৎক্ষণিকভাবে বিবাহ বিচ্ছেদের এই পদ্ধতি ইসলামে নেই। এর মাধ্যমে আসলে মুসলিম নারীদের প্রতি এক নিষ্ঠুর ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। হালালার মাধ্যমে মুসলিম নারীদের মর্যাদাকে ক্ষুন্ন করা হয়। এর তাদের আত্মবিশ্বাস ও সম্মানকে রীতিমতো লুট করা হয়।  

কিন্তু এতদিন ধরে কেন মুসলিম আইন বিশেষজ্ঞরা চুপ ছিলেন? এ প্রশ্নের জবাবে মাওলানা ফেরদৌসি জানান, আমি বেশ কয়েকজন ইসলামি আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাদের অধিকাংশই ব্যক্তিগতভাবে তালাক ও হালালাকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। কিন্তু বিভিন্ন সমস্যা ও ফান্ড হারানোর ভয়ে তারা জনসমক্ষে তা বলেননি। এটা এমন এক সংস্কৃতি যা সমাজে দীর্ঘদিন ধরে চর্চা হয়ে আসছে।  

এর আগে নারীদের অধিকার লঙ্ঘিনের জন্য কেউ যেন ইসলামিক আইনকে ব্যক্তিগত ব্যাখ্যায় ব্যবহার না করে, এক মামলার পর্যবেক্ষণে সে বিষয়ে সবাইকে সাবধান করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। আদালত আরো জানান, তিন তালাক সাম্যের অধিকার নীতি লঙ্ঘন করছে। মুসলিম পুরুষ এই ক্ষমতা প্রয়োগ করে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন না। ব্যক্তিগত আইন যেন সংবিধানের মূল বক্তব্যের পরিপন্থী না হয়।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে