শুক্রবার, ১২ মে, ২০১৭, ১০:০০:০২

তিন তালাক ‘নিকৃষ্ট ও জঘন্যতম প্রথা’ : সুপ্রিম কোর্ট

তিন তালাক ‘নিকৃষ্ট ও জঘন্যতম প্রথা’ : সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বিচ্ছেদের তিন তালাক প্রথাকে জঘন্যতম বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই ধরনের প্রথা একেবারেই কাম্য নয় বলে মন্তব্য আদালতের পক্ষ থেকে। মুসলিম সমাজে বিচ্ছেদের নিকৃষ্টতম ও জঘন্যতম প্রক্রিয়া হল তিন তালাক৷ তিন তালাক বিষয়ক মামলায় শুক্রবার শুনানিতে এমনই মন্তব্য শোনা গেল বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের তরফ থেকে৷

শুক্রবার সুপ্রিম প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে কোর্টের সাংবিধানিক বেঞ্চে তিনি তালাক প্রথা নিয়ে হওয়া মামলায় শুননি হয়। সেখানেই বেঞ্চের পক্ষ থেকে মন্তব্য করা হয়, এই ধরনের বিবাহবিচ্ছেদ প্রথা একেবারেই কাম্য নয়। বিবাহ বিচ্ছেদের জন্য এটি একটি নিকৃষ্টতম প্রথা।

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে তিন তালাক সংক্রান্ত মামলার শুনানি৷ শুরুতেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল বহুবিবাহ নিয়ে এই মামলায় কোনও কথা বলা হবে না৷ সে কথা মাথায় রেখেই শুক্রবারের শুনানি শুরু হয়৷ খেহরের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, তিন তালাক কী প্রথাগত অনুশীলন না মৌলিক ধর্মীয় অধিকার? এটা কেবলই প্রথা না শরিয়তি আইন? অপরাধমূলক কোনও বিষয় কি শরিয়তি আইনের অঙ্গ হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তরে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আইনজীবী সালমন খুরশিদ বলেন মুসলিম সমাজ শৌখিন সংস্কৃতির প্রভাবে ক্ষতিগ্রস্ত৷ তার মত, আদালত ধর্মের মধ্যে মাধা গলাচ্ছে না, বরং ধর্মকে আরও সদর্থক হতে সাহায্য করছে৷

এদিন এই মামলায় আইনজীবী সালমান খুরশিদকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পৃথিবীর কোন কোন মুসলিম ও অ-মুসলিম দেশে তিন তালাক প্রথা নিষিদ্ধ তার একটি তালিকা তৈরি করতে। এরপরেই বেঞ্চকে জানানো হয়, পাকিস্তান, আফগানিস্থান, মরক্কো, সৌদি আরবের মতো দেশে তিন তালাক নিষিদ্ধ।

তিন তালাকের এক ভুক্তভোগীর পক্ষ থেকে লড়তে আসা আইনজীবী রাম জেঠমালানি তিন তালাককে অসাংবিধানিক বলে অভিহিত করেন৷ তিনি বলেন, মহিলাদের প্রতি আমরা লিঙ্গবৈষম্যমূলক আচরণ করতে পারি না৷ আদালতের তরফ থেকে যে সিদ্ধান্তই নেওয়া হোক তা কখনওই বৈষম্যমূলক হওয়া উচিত নয়৷ তিন তালাক অসাংবিধানিক৷ সংবিধানের ১৪ ও ১৫ ধারায় অনুযায়ী প্রত্যেক নাগরিককে বৈষম্যমূলক আচরণ থেকে রক্ষা করা যায় এবং সমানাধিকার দেওয়া যায়৷ তিন তালাকের প্রক্রিয়াটি জঘন্য আর দূর করাই উচিত বলেই সওয়াল করেন এই দুঁদে বর্ষীয়ান আইনজীবী৷

এদিন আইনজীবী রাম জেঠমালানি আদালতে বলেন, একমাত্র পুরষরাই তিন তালাক দিতে পারেন, স্ত্রীরা নয়। ফলে এটি মানবাধিকারের বিরোধী। এক তরফা বিবাহবিচ্ছেদ খুবই ঘৃণ্য বিষয়। তাই একে এড়িয়ে ‌যাওয়াই উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, এই প্রথা লিঙ্গ বৈষ্যমের একটি প্রকৃষ্ঠ উদাহরণ এবং এটি কোরানের শিক্ষার পরিপন্থি।
১২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে