আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির প্রভাবশালী রাজনীতিক ও সিনেটের ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারির গাড়িবহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। তবে অত রয়েছেন আবদুল গফুর।
স্থানীয় সময় শুক্রবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা সফরে যান আবদুল গফুর হায়দারি। কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দেিণ মুসতাং শহরে তার গাড়িবহর ল্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় তিনি স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। জেলার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শের আহমদ জানান, এ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
শক্তিশালী হামলা হলেও অত আছেন আবদুল গফুর হায়দারি। স্থানীয় চ্যানেল জিও টিভি জানায়, আবদুল গফুর বেঁচে আছেন। তিনি সামান্য আহত হয়েছেন। তিনি নিরাপদ স্থানে যাওয়ার পরে জিও টিভির সাংবাদিকের সাথে ফোনে কথা বলেছেন। টিভি ফূটেজে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল বিধ্বস্ত হওয়ার ছবি প্রচার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ হামলাকে আত্মঘাতী বলে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
‘আইসিজে’র রায় পাকিস্তানের জন্য প্রযোজ্য নয়’
হিন্দুস্তান টাইমস জানায়, পাকিস্তানে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় হয়ত ইসলামাবাদের জন্য প্রযোজ্য হবে না। ভারতীয় বিশেষজ্ঞরা এ কথা বলেছেন। কুলভূষণের প্রাপ্ত দণ্ড ঠেকানোর চেষ্টায় ভারত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে এবং আইসিজে চলতি মাসের ১৫ তারিখে এ মামলার শুনানির তারিখ ঠিক করেছে। পাকিস্তান মার্চ মাসের ২৯ তারিখে আইসিজে’র প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এতে পাকিস্তানের অভ্যন্তরীণ এবং নিরাপত্তাসংক্রান্ত সব মামলাকে আইসিজের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। কৌশলগত বিষয়সংক্রান্ত ভারতীয় বিশ্লেষক ব্রামা চেলানি বলেছেন, সত্যি বলতে কি পাকিস্তানের ওপর চূড়ান্ত রায় বাস্তবায়ন করার সমতা হয়ত আইজেসির নেই।
তিনি আরো বলেন, ২৯ মার্চের ঘোষণাকে ভিত্তি করে হয়ত কুলভূষণে যাদবের বিষয়ে আইজেসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলবে পাকিস্তান। ভারতীয় বিশ্লেষকেরা আরো মনে করছেন, যুক্তি উত্থাপনে হয়ত নয়াদিল্লি জয়ী হবে কিন্তু এ মামলায় পাকিস্তানকে আটকাতে পারবে না ভারত।
এ দিকে, এর আগে, কুলভূষণ যাদবের ফাঁসির আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার বিষয়ে দিল্লি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে কংগ্রেস পার্টি। কংগ্রেসের মুখপাত্র অজয় কুমার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এতে ইস্যুগুলো আন্তর্জাতিকভাবে তোলার ঝুঁকিতে ভারতকে ফেলতে পারে পাকিস্তান। দুই দেশের মধ্যে বিরাজমান সব সমস্যা দ্বিপীয়ভাবে সমাধান করা উচিত বলেও জানান তিনি। তিনি জানান, পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরাজমান সব সমস্যাকে দ্বিপীয় বলেই কংগ্রেস মনে করে।-আলজাজিরা ও ডন
এমটিনিউজ২৪/এইচএস/কেএস