বুধবার, ১৭ মে, ২০১৭, ১১:৫৭:৩৮

স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনের পক্ষে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

 স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনের পক্ষে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনিদের সংগ্রামে ভারতের ‘অবিচল সমর্থনের’ কথা উল্লেখ করে দেশটির স্বাধীনতার পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন। ভারত সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত রবিবার চারদিনের সফরে ভারতে আসেন মাহমুদ আব্বাস। মঙ্গলবার আব্বাসের সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, ‘স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল ফিলিস্তিনকে দেখতে চায় ভারত।’ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মোদি।

মোদী ও আব্বাসের বৈঠকে ফিলিস্তিনের সঙ্গে ভারতের পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৈঠকের পর এক বিবৃতিতে মোদি বলেছেন, আব্বাসের সঙ্গে তার পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত অবিচলভাবে ফিলিস্তিনের সংগ্রামে সমর্থন জানিয়ে এসেছে। ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান খুঁজে পেতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু হবে বলেও মোদি আশা প্রকাশ করেন।

এর আগে সোমবার মাহমুদ আব্বাস বলেছিলেন, ‘আমরা জানি, ভারতের ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তাই ভারত ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

মোদি বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত। দু’দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার উপরও জোর দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘সব বিষয়ে ভারত ফিলিস্তিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর। সব সময়েই ফিলিস্তিনের প্রতি নৈতিক সমর্থন রয়েছে ভারতের।’

এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেই বৈঠকেও জানানো হয়, ফিলিস্তিনের পাশেই রয়েছে ভারত।

চলতি বছরের জুলাইয়ে ইসরায়েল সফরে যাচ্ছেন মোদি। এটিই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। আর এ সফরের আগে ফিলিস্তিন নিয়ে মোদির এ বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৪ সালে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসরায়েল সফর করেন। কিন্তু তিনি তখন ফিলিস্তিন সফর না করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করার ইঙ্গিত দিয়েছিলেন।

চার দিনের সফরে থাকা মাহমুদ আব্বাস ১৪ মে দিল্লিতে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। আব্বাসকে রাষ্ট্রপতি ভবনে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। ১৭ মে তিনি দিল্লি ত্যাগ করবেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে