আন্তর্জাতিক ডেস্ক: ইয়মেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের বর্বরোচিত হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দারিদ্র পীড়িত দেশটিতে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরবি-ভাষার টিভি চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, বুধবার বিকেলে প্রদেশের মাওজা জেলার একটি সড়ক দিয়ে চলমান একটি বাসের ওপর বিমান হামলা চালায় সৌদি বিমান সেনারা।
হতভাগ্য ব্যক্তিরা প্রতিবেশী মাকবানা জেলার আল-বার্গ বাজার থেকে নিজ এলাকায় ফিরছিল বলে সুত্রগুলো জানিয়েছে। হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।
এদিকে ইয়েমেনের হাজ্জা প্রদেশে আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্কের কর্মীদের ওপর একটি সৌদি ড্রোন থেকে চালানো হামলায় ওই টেলিভিশনের এক কর্মী আহত হয়েছেন।
প্রদেশের হারাদ জেলায় ত্রাণ কার্যক্রমের খবর সংগ্রহের জন্য যখন আল-মাসিরার কর্মীরা যাচ্ছিলেন তখন তাদের ওপর ড্রোন থেকে হামলা চালানো হয়।-পার্সটুডে
এমটিনিউজ২৪ডটকম/এম.জে