বৃহস্পতিবার, ০১ জানুয়ারী, ২০২৬, ১১:০২:৪২

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল যেখানে

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল যেখানে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় বুধবার ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে।

এদিকে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল, যা ব্যাপকভাবে আতঙ্ক সৃষ্টি করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে