রবিবার, ২১ মে, ২০১৭, ১২:৩৫:০২

পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে এগিয়ে এলো তুরস্ক

 পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে এগিয়ে এলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সামরিক শক্তিকে আরও জোরদার করতে এগিয়ে আসল তুরস্ক। পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন আগে ইসলামাবাদের এই বিষয়ে একটি চুক্তি করেছে ইসলামাবাদ। চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।

চুক্তি অনুসারে, পাকিস্তানের কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে হেলিকপ্টার অ্যাসেম্বল কারখানা তৈরি করা হবে। এছাড়া, তুরস্কের কাছে ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে পাকিস্তান।

টি-১২৯ হচ্ছে দুই ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার। এতে দু’জন আরোহী চড়তে পারে। বহুমুখী কাজে এই হেলিকপ্টার ব্যবহার করা যায়। শুধু তাই নয়, দিনে হোক কিংবা রাতে সব রকমের আবহাওয়ায় এটি উড়তে পারে। ভারতের কালো তালিকাভুক্ত অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির সাহায্যে তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ টি-১২৯ হেলিকপ্টারের কারখানা গড়ে তুলেছে। এ হেলিকপ্টার মূলত হামলা ও গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে