সোমবার, ২২ মে, ২০১৭, ০৬:০২:২৭

হিজাব পরায় মুসলিম ছাত্রীর ওপর 'থুতু' নিক্ষেপ

হিজাব পরায় মুসলিম ছাত্রীর ওপর 'থুতু' নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম নারীদের প্রতি ঘৃণা ক্রমশই বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।  সাম্প্রতিক একাধিক ঘটনায় তার প্রমাণ মিলেছে। ঘৃণার শিকড় এতদূর পৌঁছেছে যে এক স্কুলছাত্রীর মুখে থুতু দিতেও দ্বিধা করল না এক অল্পবয়সি শিক্ষার্থী।

ঘটনা জামাইকার একটি স্কুলের। জানা যাচ্ছে, ছাত্রীটির সঙ্গে একই এলিভেটরে ছিল বছর পনেরোর ওই কিশোর।  বছর ষোলোর ওই কিশোরীর পরনে ছিল হিজাব। সুতরাং পাশের ছাত্রীটি যে মুসলিম ধর্মাবলম্বী তা বুঝতে অসুবিধা হয়নি ওই কিশোরের। এরপরই সে ওই ছাত্রীর মুখে থুতু দেয়। এমনকী তার হিজাব ধরেও টানাটানি করতে থাকে বলে অভিযোগ ওঠে।  হিজাব খোলার চেষ্টার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায় তাকে।

পুলিশ সূত্রে খবর, চরম হেনস্তার শিকার হয়ে ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানায়। স্কুলই এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হয়। হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ দায়ের হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে। নিউ ইয়র্ক ডেইলি-তে প্রকাশিত খবর অনুযায়ী তার ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যদিও এক্ষেত্রে নাবালক হিসেবেই তাকে দেখা হচ্ছে। সেভাবেই চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। যদিও শিক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এরকম মনোবৃত্তির কোনও ঠাঁই নেই সেখানে। এ ধরনের ঘটনা আবারও ঘটলে স্কুলগুলি যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে সে ক্ষমতা কর্তৃপক্ষকে দেওয়ারও ভাবনা আছে দপ্তরের।

২২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে