আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান চীনের সীমান্তবর্তী অঞ্চল অরুণা প্রদেশের দৌলসাংয়ে দুইজন পাইলটসহ নিখোঁজ হয়েছে। খবর এনডিটিভির।
ভারতের বিমান বাহিনী সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রুটিন প্রশিক্ষণের জন্য আসামের তেজপুর সালাইবাড়ি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে যুদ্ধবিমানটি। তাতে দুজন পাইলট ছিলেন। আকাশে ওড়ার কিছুক্ষণ পর সেটি রাডারের বাইরে চলে যায়।
চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ রাজ্যের দৌলসাং এলাকায় পৌঁছানোর পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির দুই পাইলটেরও কোনো খোঁজ নেই। সকাল সাড়ে ১১টার দিকে বিমানটির পাইলটদের সঙ্গে সর্বশেষ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ইউনিটের যোগাযোগ হয়।
তখন যুদ্ধবিমানটি তেজপুর থেকে ৬০ কিলোমিটার উত্তরে ছিল। আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে চীনের দূরত্ব মাত্র ১৭২ কিলোমিটার। শোনিতপুরের ডেপুটি কমিশনার মনোজকুমার ডেকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানটির খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার কাছ থেকে কেনা সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমানগুলি ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলির অন্যতম। ১৯৯০-এর দশকে এই যুদ্ধবিমানগুলি বিমান বাহিনীর হাতে এসেছিল। তারপর থেকে এ পর্যন্ত ছয় বার দুর্ঘটনার মুখে পড়েছে সুখোই। চলতি বছরের ১৫ মার্চ শেষ বার এই যুদ্ধবিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।
এমটিনিউজ২৪/এম.জে