বুধবার, ২৪ মে, ২০১৭, ০৪:০১:৩৭

উত্তর কোরিয়ায় হামলা চালালে পরিণতি হবে ভয়ঙ্কর!

উত্তর কোরিয়ায় হামলা চালালে পরিণতি হবে ভয়ঙ্কর!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগে থেকে কোনো হামলা না চালানোর পরামর্শ দিল আমেরিকার বিরোধী ডেমোক্র্যাট দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পরামর্শ দিয়েছেন তারা।

দলটির অন্তত ৬৪ জন সদস্য এক চিঠিতে যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার ট্রাম্পকে বলেছেন, “যেকোনো হামলার আগে বিষয়টিতে কংগ্রেস থেকে অনুমোদন নিতে হবে। উত্তর কোরিয়ার মতো পারমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যেকোনো হামলা শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।” নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

চিঠিতে ডেমোক্র্যাট সদস্যরা বলেছেন, “এমন গোলযোগপূর্ণ এলাকায় অসঙ্গতিপূর্ণ কিংবা আকস্মিক গ্রহণ করা কোনো নীতি কল্পনাতীত যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।” এর বিপরিতে ডেমোক্র্যাট দলের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে এমন কিছু পরিকল্পনা উপস্থাপন করার অনুরোধ করেছেন যার ভিত্তিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা শুরু করা যায়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে