আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি বাস টার্মিনালে স্থানীয় সময় রাত নয়টার দিকে পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে, হতাহতের খবর নিশ্চিত ভাবে এখনও পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স ইন্দোনেশিয়া পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পূর্ব জাকার্তায় বিস্ফোরণ আত্মঘাতী বোমা সন্দেহভাজন হয়। পূর্ব জাকার্তা পুলিশের কর্মকর্তা আন্দি উইবও, স্থানীয় মেট্রো টেলিভিশনকে জানান যে মানুষ দুটি বিস্ফোরণ শুনেছে এবং তিনজন লোক আহত হয়েছে।
তবে এখনো পুলিশ বা জাকার্তা প্রশাসনের পক্ষ থেকে নিহতের কোন সংখ্যা পাওয়া যায়নি। কে বা কারা এই বোমা হামলা চালিয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি জাকার্তা পুলিশ।
২৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস