বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ০৬:৪৪:৪৩

পাকিস্তানের খঞ্জর সেক্টরে হামলা চালায়নি ভারতীয় সেনা : জাতিসংঘ

পাকিস্তানের খঞ্জর সেক্টরে হামলা চালায়নি ভারতীয় সেনা : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : আবারও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের দাবি ফের খারিজ হয়ে গেল। জাতিসংঘকে সামনে রেখে ভারতকে কোণঠাসা করার যে চেষ্টা চালিয়েছিল পাক সেনাবাহিনী, তাও মাঠে মারা গেল।

ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানের খঞ্জর সেক্টরে সফররত জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গোলাগুলি চালিয়েছিল বলে পাক সেনাবাহিনী যে অভিযোগ করেছিল, জাতিসংঘের তরফে বুধবার তা অস্বীকার করা হয়েছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টিফেন দুজারিক বুধবার রাতে এক সাংবাদিক সম্মেলনে পাক সেনাবাহিনীর ওই অভিযোগ নস্যাত্‍ করে দিয়ে বলেছেন, ''আমি শুধু এইটুকুই বলতে পারি, ভিম্বার জেলার (পাকিস্তানে) বিভিন্ন এলাকা যখন ঘুরে দেখছিলেন জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকরা, তখন তাদের গাড়ি এসকর্ট করে নিয়ে যাচ্ছিল পাক সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি। সেই সময় পর্যবেক্ষকরা নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির শব্দ শুনতে পেলেও তাদের লক্ষ্য করেই সেই গোলাগুলি ছোড়া হচ্ছিল, এমন কোনও প্রমাণ সফররত পর্যবেক্ষকরা পাননি। সেই গোলাগুলিতে জাতিসংঘের কোনও পর্যবেক্ষকও আহত হননি।''
২৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে