সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৮:৪৩

ক্ষমতা হারাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ক্ষমতা হারাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা হারাচ্ছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবট।  তার দল মধ্য ডানপন্থী লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে ম্যালকম টার্নবুলের কাছে পরাজিত হওয়ায় নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে দেশটিকে।

এ খবর দিয়েছে বিবিসি।
 
অনেকদিন ধরেই টার্নবুলকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।  দলের নেতৃত্ব নির্বাচনে তড়িঘড়ি করে আয়োজিত নির্বাচনে ৪৪ শতাংশ ভোটার অ্যাবটের পক্ষ নিয়েছেন।

অপরদিকে টার্নবুল পেয়েছেন ৫৪ শতাংশ ভোট।  তবে ম্যালকম টার্নবুল জানিয়েছেন, বর্তমান পার্লামেন্টকে তার মেয়াদ পূর্ণ করতে দেয়া উচিত।  পক্ষান্তরে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিলেন তিনি।
 
অ্যাবটের পর নতুন প্রধানমন্ত্রী ২০১৩ সালের পর চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
 
এর আগে অ্যাবটের সঙ্গে দেখা করে নতুন করে দলের নেতৃত্ব নির্বাচন করতে অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।  অবশ্য তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন টনি অ্যাবট।
 
সোমবার নির্বাচনের আগে টার্নবুল জানান, অর্থনীতি ব্যবস্থাপনায় অ্যাবটের ওপর আস্থা হারিয়েছেন তিনি।  রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, অর্থনীতির বিষয়ে জাতিকে যে ধরনের নেতৃত্ব দেয়া দরকার, প্রধানমন্ত্রী তা দিতে সক্ষম নন।  ব্যবসার জন্য যে ধরনের পরিবেশ দরকার তাও দিতে সক্ষম নন তিনি।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে