শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৫:৩৮:৩৮

সাংবাদিকদের সামনেই প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

সাংবাদিকদের সামনেই প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসার আগে থেকেই সমালোচনার পাত্র ছিলেন তিনি৷ তবে বিরোধের সমস্ত কাঁটা পেরিয়ে মার্কিন মসনদ দখল করেই নিয়েছেন৷ এরপরও বিতর্ক পিছু ছাড়েনি৷ কারণ তার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত৷ কখনও নয়া মার্কিন অভিবাসন নীতি, কখনও ওবামা-কেয়ারের অনুদান বন্ধ করে দেওয়া নিয়ে উঠেছে কথা৷

কখনও বিরোধীরা সওয়াল তুলেছেন তার ঔদ্ধত্য নিয়ে৷ এমনই নিদর্শন মিললো সম্প্রতি৷ এবার ট্রাম্পের আচরণের নমুনা দেখলেন ইউরোপের বালকান দেশ মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী৷ সকলের সামনেই যাকে সামনে থেকে ঠেলে সরিয়ে প্রচারের আলোয় এসে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভাইরাল হয়েছে সে ভিডিও৷

দেশ-বিদেশ থেকে প্রতিনিধিরা এসে যোগ দিয়েছেন ব্রাসেলসের ন্যাটো সামিটে৷ যেখানে ছোট্ট পাহাড়ি দেশ মন্টেনেগ্রোর হয়ে প্রতিনিধিত্ব করছিলেন সে দেশের প্রধানমন্ত্রী ডুসকো মারকোভিক৷ সম্মেলনের বৈঠকের শেষে বাকিদের সঙ্গে সাংবাদিকদের সামনে এসে দাঁড়িয়েছিলেন৷ দেখতে পাননি পিছন থেকে আসছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট৷ নিজেই দায়িত্ব নিয়ে সে কথা তাকে ভালভাবে বুঝিয়ে দিলেন ট্রাম্প৷ আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা৷ তার সামনে একটি ছোট্ট দেশের প্রধানমন্ত্রী দাঁড়াতে পারেন কেমন করে?

এই সাহসের পরিণাম নিজেই দেখিয়ে দিলেন ট্রাম্প৷ পিছন থেকে রীতিমত ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রীকে৷ তার বদলে স্বমহিমায় নিজে পাপারাজ্জির সামনে এসে দাঁড়ালেন৷ ভদ্রতার খাতিরে ডুসকো মারকোভিক কিছু না বলতে পারলেও বিষয়টি নজর এড়ায়নি সংবাদমাধ্যমের ক্যামেরার৷ ক্যামেরাবন্দি সে দৃশ্য ভাইরাল হতেও সময় লাগেনি৷

ট্রাম্পের এমন ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই৷ অনেকেই এ প্রসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের কথা তুলে এনেছেন৷ তুলে এনেছেন তার ও মিশেল ওবামার ছোট-বড় সকলের সঙ্গে সমানভাবে মিশে যাওয়ার কথা৷ অবশ্য এই সমালোচনায় কান দিতে নারাজ ট্রাম্প৷ তিনি আছেন নিজেতেই মগ্ন৷
২৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে