আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনী দিনরাত ভারতীয় সীমান্তে প্রহরা দিচ্ছে। তারা আছেন বলেই গোটা ভারতের ১৩০ কোটির উপর মানুষ শান্তিতে ঘুমোতে পারে। সেই সেনাবাহিনীকেই এবার কাঠগড়ায় তুলছেন ভারতেরই এক শ্রেণির বুদ্ধিজীবী। তার মধ্যে অগ্রগণ্য অবশ্যই অরুন্ধতী রায়।
দিন কয়েক আগেই একজন ভারতীয় হয়ে অরুন্ধতী পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছিলেন, “কাশ্মীর জোর করে দখলে রেখেছে ভারত। ভারতের থেকে স্বাধীনতা চাইছেন তারা। ৭০ লক্ষ সেনা পাঠালেও কাশ্মীর দখলে রাখতে পারবে না ভারত।” তার সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন বিজেপির তারকা-সাংসদ পরেশ রাওয়াল।
তিনি বলেছিলেন, পাথরবাজের বদলে অরুন্ধতীকে সেনা জিপে ঘোরানো হোক। এরপরই পরেশের ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। বলিউডের গায়ক অভিজিৎও প্রতিবাদ করেছিলেন। অভিজিতের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।
এবার এক কদম আরও এগোলেন অরুন্ধতী। তিনি বললেন, “ভারতীয় সেনার থেকে পাকিস্তানের সেনা অনেক ভাল। তারা অন্তত দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করছে না। স্বাধীনতার পর থেকেই ভারতীয় সেনা দেশের লোকের সঙ্গে যুদ্ধ করছে। গোয়া, পাঞ্জাব, কাশ্মীর, নাগাল্যান্ড, মিজোরাম ও হায়দরাবাদ দখল করে মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে ভারত।”
২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস