রবিবার, ২৮ মে, ২০১৭, ১২:৫৪:৫৩

কাশ্মীরে শীর্ষ হিযবুল মুজাহেদিন নেতা নিহত, বিক্ষোভ উত্তাল কাশ্মির

কাশ্মীরে শীর্ষ হিযবুল মুজাহেদিন নেতা নিহত, বিক্ষোভ উত্তাল কাশ্মির

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিযবুল মুজাহেদিনের শীর্ষ কমান্ডার সাবজার ভাট নিহত হয়েছে। সাবজার ভাট গত জুলাই মাসে নিহত বুরহান ওয়ানির একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, সাবজার ভাটের গোপন আস্তানায় অভিযান চালালে তিনি নিহত হন। শুক্রবার রাত জুড়ে চলা বন্দুকযুদ্ধে তার আরো দু'জন সঙ্গীরও মৃত্যু হয়। সাবজার ভাটকে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কাশ্মিরের বিভিন্ন বিক্ষোভ শুরু হয়।

শত শত মানুষ শ্রীনগরের কাছে ট্রাল শহরে রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। বিক্ষোভের সময় অন্তত দশজন আহত হয়েছে। বহু দোকানপাট এ সময় বন্ধ হয়ে যায়।

সাবজার ভাটের জানাজায় যোগ দেবার জন্য হাজার হাজার লোক ট্রালের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিযবুল মোজাহেদিনের এক শীর্ষ নেতা ছিলেন সাবজার ভাট।
২৮ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে