সোমবার, ২৯ মে, ২০১৭, ০৯:৪০:০০

ইন্টারনেটে ফাঁস হলো জয়াসুরিয়ার 'আপত্তিকর' ভিডিও! মিডিয়াজুড়ে তোলপাড়

 ইন্টারনেটে ফাঁস হলো জয়াসুরিয়ার 'আপত্তিকর' ভিডিও! মিডিয়াজুড়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক: যিনি ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটারদের জন্য এক উপাস্য পাত্র, যার পদধূলিতে কেঁপে উঠত ক্রিকেটের ২২ গজ।  তিনি এখন পৃথিবীর তামাম বোলারদের কাছে 'ভিলেন'।  তিনি হলেন শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া । এবার ২২ গজের বাইরেও কি ভিলেন হতে যাচ্ছেন এই কিংবদন্তি? এই সাবেক মারকুটে তারকার সঙ্গে জড়িয়ে গেল 'আপত্তিকর' ভিডিও বিতর্ক! ভিডিওটিতে জয়াসুরিয়াকে তার সাবেক প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।  ঘটনাটি শ্রীলঙ্কার জাতীয় ইস্যু হয়ে উঠেছে।  কারণ দেশের সাবেক তারকা ক্রিকেটারের পাশাপাশি সনত রাজপক্ষের সময়ের সাবেক গ্রামোন্নয়ন মন্ত্রী।

জয়াসুরিয়ার এই আপত্তিকর ভিডিওটিকে 'রিভেঞ্জ পর্ন' বলা হচ্ছে।  ভিডিওটিতে যে জয়াসুরিয়ার সঙ্গে যে নারীকে দেখা গেছে তার স্বামী বর্তমানে শ্রীলঙ্কার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।  পাশাপাশি তিনিও মিডিয়া টাইকুনও।  তার টিভি, রেডিও এবং একটি ওয়েব কম্পানি রয়েছে।  ভিডিওর ওই নারীর দাবি, জয়াসুরিয়া নিজেই ওই ভিডিওটি করেছিলেন।

সেই নারী আরও দাবি করেছেন, ভিডিও ধারণের ঘটনার সময় তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কও ছিল।  জয়াসুরিয়া তাকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিলেন।  ঘটনা হলও, সেই সময়ে জয়াসুরিয়া নিজে বিবাহিত ছিলেন! এদিকে নারীর স্বামীর অফিসের সহকর্মীরা জানিয়েছে, তারা ওই ভিডিও ক্লিপটি নিজেদের ফোনেই দেখেছেন।

ওই নারী আরও দাবি করেছেন, জয়াসুরিয়া তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই এই ভিডিও প্রকাশ করেছেন।  এর কারণ হিসাবে তিনিই জানিয়েছেন, 'এটা আমার বিরুদ্ধে জয়াসুরিয়ার একটা চক্রান্ত।  সে নিজেই এই ভিডিও তুলেছিল।  আমদের মধ্যে তখন প্রেমের সম্পর্ক ছিল।  ও আমাকে একটা মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল।  '
২৯ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে