মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ১১:১৭:৩৮

গ্রেফতারি এড়াতে মালয়েশিয়ার নাগরিকত্ব চাইলেন জাকির নায়েক

গ্রেফতারি এড়াতে মালয়েশিয়ার নাগরিকত্ব চাইলেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক : বিশিষ্ট ইসলাম প্রচারক জাকির নায়েক এবার মালয়েশিয়ার নাগরিকত্বের আবেদন করলেন। এনআইএ-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। গ্রেফতারি এড়াতেই তিনি এই পদক্ষেপ নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

কারণ তাকে তাড়া করছে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ। জঙ্গি মদতের অভি‌যোগে রয়েছে জাকির নাইকের বিরুদ্ধে। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

যদিও মালয়েশিয়া সরকারের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেক্ষেত্রে জাকির নায়েক মালয়েশিয়াতে গিয়ে কী করে গ্রেফতার এড়াবেন, সে বিষয়েই প্রশ্ন উঠেছে।

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়েছেন জাকির নায়েক। এরপরই তিনি সেখানকার নাগরিকত্বের আবেদন করেছেন। তবে এখনও প‌র্যন্ত এনিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়া সরকার।

সম্প্রতি এরকম একটি খবর প্রকাশিত হয়েছিল ‌যে জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি সরকার। এনিয়ে সৌদি রাজা নিজে উদ্যোগী হয়েছিলেন। এরপর কেন তিনি ফের মালয়েশিয়ার নাগারিত্ব চাইছেন তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, জকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়া ও হাওয়ালার মাধ্যমে বিদেশের টাকা আনার অভি‌যোগ উঠেছে। এনিয়ে তার বিরুদ্ধে তদন্ত করছে দেশের একাধিক তদন্তকারী সংস্থা। মুম্বাই তার এনজিও ইসলামি রিসার্চ ফাউন্ডেশনকেও নিষিদ্ধ করেছে ভারত সরকার।

গত বছর গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হানা হয়। সেই হামলায় অংশ নেওয়া জঙ্গিরা বিতর্কিত বিশিষ্ট ইসলাম প্রচারক জাকির নায়েকের অনুষ্ঠান ‘পিস টিভি’তে দেখে অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায়।

এরপরে কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী। জানা যায়, বুরহানও জাকির নায়েকের অনুষ্ঠাণের ভক্ত ছিলেন। ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠছে জাকির নায়েকের সংস্থার বিরুদ্ধে। মুম্বাইতে সেই সংস্থায় তালা ঝুলিয়েছে পুলিশ। বন্ধ করা হয়েছে তার ‘পিসি টিভি’র অনুষ্ঠান সম্প্রচার।

৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে