আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে সন্ত্রাসের আতঙ্ক৷ নিত্যদিন ঘটছে হামলার ঘটনা৷ ভারত, লন্ডন, ম্যাঞ্চেস্টার থেকে রাশিয়া সন্ত্রাসের হামলা থেকে বাদ যায়নি কোনও দেশই৷ এর বিরুদ্ধেই একসঙ্গে লড়বে ভারত ও রাশিয়া৷ এমনটাই জানালেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ৷
জুন মাসের ২ তারিখ সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (SPIEF) উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ থাকবেন ভারত ও রাশিয়ার বিভিন্ন কোম্পানির সিইও-রাও৷ ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবেন প্রধান অতিথি হিসেবে৷ সেখানে বক্তব্য রাখবেন তিনি৷ বক্তব্য রাখবেন রাশিয়ার প্রেসিডেন্টও৷
জানা গিয়েছে, সেখানেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দুই প্রধানের মধ্যে কথা হতে পারে৷ সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে চায় দুই দেশই৷ আন্তর্জাতিক আইনের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দুই দেশ৷ সন্ত্রাসে যারা মদত দেবে তাদেরও রেয়াত করা হবে না বলে জানান সাবেক বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ৷
বাণিজ্যিক লেনদেন বাড়ানো নিয়েও কথা হবে দুই দেশের মধ্যে৷ কথা হতে পারে প্রযুক্তিগত উন্নতি নিয়েও৷ প্রসঙ্গত, ভারতের পরমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশিয়ার৷ এই ভূমিকা আরও বাড়ানোটাই উদ্দেশ্য ভারতের৷
৩১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস