বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ১১:৫০:২৭

বোমা হামলার পর আফগান প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যা বললেন ট্রাম্প

বোমা হামলার পর আফগান প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলের কূটনৈতিক পাড়ায় ভয়াবহ বোমা হামলার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলাকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন।

পিটিআইয়ের খবরে জানা যায়, হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, হামলার পর দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। ওই আলাপচারিতায় ট্রাম্প পবিত্র রমজান মাসে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন। ট্রাম্প আরও বলেন, সন্ত্রাসীরা সাধারণ মানুষের শত্রু।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ট্রাম্প বিস্ফোরণে হতাহতদের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানিয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীরও প্রশংসা করেছেন তিনি।

মার্কিন দূতাবাস হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে কাজ করছে বলে দাবি করেছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে