বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ০৪:২১:৫৭

ভারতে আঘাত হানতে পাকিস্তানের ভূখন্ডে জঙ্গিদের প্রশিক্ষণ চলছে!

ভারতে আঘাত হানতে পাকিস্তানের ভূখন্ডে জঙ্গিদের প্রশিক্ষণ চলছে!

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরেরও কম সময়ের মধ্যে কাশ্মীরে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি ও তার উত্তরসূরি সবজার আহমেদ ভাটকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু সেই ধাক্কা সামলে ফের নতুন করে ভারতের কাশ্মিরে আঘাত হানতে প্রস্তুতি শুরু করে দিয়েছে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন।

ভারতে অনুপ্রবেশের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফনগরে ২৭  জন জঙ্গিকে প্রশিক্ষণ দিচ্ছে তারা। সম্প্রতি সেই প্রশিক্ষণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছেই একটি ক্যাম্পে রয়েছে প্রশিক্ষণরত এই জঙ্গিরা।

উল্লেখ্য, গত কয়েক মাসে কাশ্মীরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গিকে মেরে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী। গত শনিবারই পুলওয়ামা জেলার ত্রালে সেনার গুলিতে নিহত হয় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের কমান্ডার সবজার আহমেদ ভাট। বুরহান ওয়ানির মৃত্যুর পর এই সবজার আহমেদ ভাটই হিজবুলের দায়িত্বগ্রহণ করেছিল। সবজার ছাড়াও ত্রাল সেক্টরে আরও এক জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনা। রামপুরে সেনার গুলিতে মারা যায় আরও ছয় জঙ্গি।

এর আগে গত বছর জুলাইয়ে কাশ্মীরের সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। তারপর থেকেই অগ্নিগর্ভ কাশ্মির উপত্যকা। জানা গেছে, বুরহান ওয়ানির খুবই কাছের লোক ছিল এই সবজার। বেশ কিছু ছবি ও ভিডিও-তে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। ওয়ানির মৃত্যুর পর জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহাদিনের দায়িত্ব নেয় সে।
১ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে