রবিবার, ০৪ জুন, ২০১৭, ০৮:১১:২৬

পাকিস্তানের হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

পাকিস্তানের হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সেনাবাহিনীর হামলায় সীমান্তে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ সংবাদ প্রকাশ করেছে।  

সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোলের তাত্তা পানি সেক্টরে শনিবার পাকিস্তানি সেনারা ভারতীয় বাঙ্কারে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকটি ভারতীয় বাঙ্কার বিধ্বস্ত হয়েছে বলে আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনার হামলায় দুই বেসামরিক মানুষ প্রাণ হারান এবং অপর ছয় ব্যক্তি আহত হন। সেই হামলার পাল্টা জবাব হিসেবেই শনিবার হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান। রবিবার হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে আইএসপিআর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে