মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০৭:৫৬

যেখানে বিনিয়োগে সবচেয়ে বেশি সুদ

যেখানে বিনিয়োগে সবচেয়ে বেশি সুদ

সুমিত চক্রবর্তী : এসবিআই মানেই সকলের কাছে বিরাট একটি ভরসার জায়গা। সেখানে দেশের প্রচুর মানুষ এখানে টাকা বিনিয়োগ করেন। তবে সেই তালিকায় সবার ওপরে রয়েছে সিনিয়র সিটিজেনরা।

এসবিআইতে বেশ কয়েকটি স্কিম রয়েছে। সেই তালিকায় অমৃত বৃষ্টি, উই কেয়ার রয়েছে। এখানে যদি সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সিনিয়র সিটিজেনরা বাড়তি সুবিধা পাবেন।

এসবিআই ফিক্সড ডিপোজিটে যদি জেনারেল সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন ৬.৪০ শতাংশ হারে সুদ। অন্যদিকে যদি সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন ৬.৯০ শতাংশ সুদ। এটি ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে।

এসবিআই অমৃত বৃষ্টিতে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৪৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯৫ শতাংশ হারে সুদ। এর সময়সীমা রয়েছে ৪৪৪ দিন।

এসবিআই উই কেয়ারে সময় রয়েছে ৫ থেকে শুরু করে ১০ বছর। এখানে যে কেউ বিনিয়োগ করলেই সেখান থেকে তিনি ৭.০৫ শতাংশ হারে সুদ।

এসবিআই নন কলেবেল টার্ম ডিপোজিটে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি ১ কোটি টাকা থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত রাখতে পারেন। এর সময় রয়েছে ৪ বছর। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫৫ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ সুদ।

এসবিআই প্যাট্ররনসে যদি বিনিয়োগ করেন তাহলে সেটি সুপার সিনিয়র সিটিজেনদের কাছে বিরাট সুযোগ। এখানে সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯০ শতাংশ। জেনারেল সিটিজেন পাবেন ৬.৪০ শতাংশ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ।

এসবিআইতে বিনিয়োগ করার আগে আপনাকে কাছের ব্যাঙ্কে গিয়ে সমস্ত তথ্য দেখে নিতে হবে। তারপরই আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন।

বহু বছর ধরেই এসবিআই সকল ভারতীয়দের ভাল সুদ দিয়ে আসছে। সেখানে এই পরিষেবা আগামীদিনেও চলবে বলেই মনে করা হচ্ছে।-আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে