আফগানিস্তান-পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৪
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। বাংলাদেশেও ভূ-কম্পন অনুভূত হয়েছে।।
পাকিস্তানে ভূমিকম্পে এখন পর্যন্ত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কয়েকশ'। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আফগানিস্তানে একটি বালিকা বিদ্যালয়ে ভূমিকম্প আতংকে পদদলিত হয়ে ১২ ছাত্রী নিহত হয়েছে। আফগানিস্তানে এখন পর্যন্ত অন্তত ৬৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আহত হয়েছে কয়েকশ'।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এটির স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ড।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা তিনটা ৯ মিনিট ৩১ সেকেন্ডে ভূ-কম্পনটি অনুভূত হয়।
এদিকে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে জানানো হয়, পাকিস্তানের প্রধান প্রধান নগরসহ দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে অনেক বাড়িঘর ও ভবন বিধ্বস্ত হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভারতের দিল্লি, কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবেও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পর লোকজন ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
ভূমিকম্পের সময় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিল্লির মেট্রো সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ভূমিকম্পের কারণে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে টেলিফোন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে শক্তিশালী এ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�