আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে গেল সেনাবিমান। বিমানটিতে ১১৬ জন রয়েছেন। এরমধ্যে ১১ জন ক্রু মেম্বার ও ১০৫ জন যাত্রী। বেশিরভাগ যাত্রীই মিয়ানমান সেনা পরিবারের সদস্য।
মিয়ানমান সেনা সূত্রে জানা গেছে, মেইক ও ইয়াঙ্গনের মাঝে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটের পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বিমানটির সঙ্গে। আবহাওয়ার সমস্যা নেই। তবে বিমান নিখোঁজের পিছনে প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বিমানের সন্ধান শুরু হয়েছে। নিখোঁজ হওয়ার সময় ওই বিমান আন্দামান সাগরের উপর দিয়ে যাচ্ছিল বলে জানিয়ে দেশটির কর্তৃপক্ষ।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস