বুধবার, ০৭ জুন, ২০১৭, ০৭:৪৫:৪৮

১১৬ যাত্রীবাহী মিয়ানমার সেনার বিমানটি আন্দামান সাগরে বিধ্বস্ত

১১৬ যাত্রীবাহী মিয়ানমার সেনার বিমানটি আন্দামান সাগরে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া মিয়ানমান সেনাবিমানর বিমানটিতে ১১৬ জন যাত্রীসহ আন্দামান সাগরে বিধ্বস্ত হয়েছে।  স্থানীয় এক কর্মকর্তা ও দেশটির বিমানবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এএফপিকে ইয়াঙ্গুন বিমানবন্দর একটি সূত্র জানিয়েছে,  উড্ডয়নের সময় বিমানটিতে ১১ জন ক্রু মেম্বার ও ১০৫ জন যাত্রী। বেশিরভাগ যাত্রীই মিয়ানমান সেনা পরিবারের সদস্য।

মিয়ানমান সেনা সূত্রে জানা গেছে, বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের মিয়েক শহর থেকে রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা শুরুর পর পরই বিমানটি নিখোঁজ হয়।

সেনাপ্রধানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্নের সময় সেনাবাহিনীর ওই বিমান দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমের আকাশে ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আন্দামান সাগরের ওপর দিয়ে উড়তে থাকা বিমানটি নিখোঁজের পরপরই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাগরে জাহাজ মোতায়েনের পাশাপাশি বিমান থেকেও বিমানের খোঁজে অনুসন্ধান চলছে।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে