আন্তর্জাতিক ডেস্ক : নিজগুণে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছেন মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, গোল্ডা মেয়ার এবং অ্যাঞ্জেলা মার্কেলের মতো দেশনেত্রীরা। তা সত্ত্বেও মহিলা রাজনীতিকদের দক্ষতা নিয়ে সন্দিহান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন?
এক তথ্যচিত্রে তার মন্তব্য শুনে এমন প্রশ্নই উঠছে। ১৯৮৭ সালে ‘ওয়ালস্ট্রিট’ এবং ১৯৯৯ সালে ‘জেএফকে’ ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন মার্কিন পরিচালক অলিভার স্টোন। ১৯৭৮ সালে ‘মিডনাইট এক্সপ্রেস’–এর জন্য অস্কারও পেয়েছিলেন তিনি। ভ্লাদিমির পুতিনকে নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র বানিয়েছেন তিনি।
তাতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ক্রেমলিনের ইতিউতি ঘুরতে দেখা গিয়েছে তাকে। সেখানেই এমন নারী বিদ্বেষী মন্তব্য করেছেন পুটিন। অলিভার তাকে জিজ্ঞেস করেন, ‘এখনও পর্যন্ত একটাও খারাপ দিন কাটিয়েছেন কি আপনি?’ জবাবে তেড়ে উঠেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি কি মহিলা নাকি যে হাজারটা বায়নাক্কা থাকবে! একটা দিনও খারাপ কাটেনি আমার। কাউকে অপমান করতে চাই না, কিন্তু প্রাকৃতিক চক্র বলেও তো একটা বস্তু রয়েছে। তাকে অস্বীকার করা উপায় নেই। পুরুষদেরও কিছু প্রতিবন্ধকতা আছে বটে, তবে অতটাও প্রকট নয়। আমরা সকলেই মানুষ। এটা স্বাভাবিক ব্যাপার। তবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে জানাটাও জরুরি।’
সময় বিশেষে প্রায়শই নিজের পৌরুষ জাহির করে বেড়ান রুশ প্রেসিডেন্ট। সে ঘোড়ার পিঠে চড়ে শিকার হোক বা ক্যারাটে। কিন্তু মহিলাদের নিয়ে এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য করার আগে একবারও কি ভেবে দেখা উচিত ছিল না তাঁর? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে।
শুধু মহিলাই নন, তথ্যচিত্রে সমকামী পুরুষদের নিয়েও মস্করা করতে দেখা গিয়েছে পুতিনকে। সমকামিতা নিয়ে রাশিয়ায় ব্যাপক ছুঁতমার্গ রয়েছে। অপ্রাপ্তবয়স্করা যাতে সমকামিতা থেকে দূরে থাকে, সে জন্য বিশেষ আইনও পাস হয়েছে। তবে রাশিয়ায় সমকামিদের ওপর নির্যাতনের কথা বিলকুল অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
তাহলে তো সমকামী পুরুষের পাশে দাঁড়িয়ে স্নান করতে অসুবিধা হওয়ার কথা নয়? পত্রপাঠ সে প্রস্তাব নাকচ করেছেন পুটিন। বলেন, ‘একজন সমকামী পুরুষের পাশে দাঁড়িয়ে স্নান করতে পারব না। এমন নয় যে বিবেকে বাধবে, কিন্তু খামোখা ওকে উত্তেজিত করতে যাব কেন? তবে পরিস্থিতি বিগড়োলে সামাল দেওয়ার ক্ষমতা আছে আমার। আমি জুডো মাস্টার যে!’
২০১৫ সালের জুলাই মাস থেকে পুতিনকে নিয়ে তথ্যচিত্র তৈরিতে হাত দিয়েছেন অলিভার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াকে ঘিরে যাবতীয় বিতর্ক চলাকালীন, এ বছর ফেব্রুয়ারিতেও মস্কোয় ছিলেন তিনি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস