বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ০৫:৪০:৪৫

রাহুল গান্ধী আটক

রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের মধ্যপ্রদেশে চলমান কৃষকদের বিক্ষোভে যাওয়ার সময় রাস্তা থেকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার দুপুরে রাজ্যে পুলিশ ব্যারিকেড ভেঙে বিক্ষোভস্থল রাজ্যের মান্দসার শহরে যাওয়ার পথে তাকে আটক করা হয় বলে পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপেস।

এসময় রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আমাকে আটক করার কোনো কারণ নেই, তারা (পুলিশ) শুধু বলেছে, আপনাকে আটক করা হচ্ছে। যেমনটা উত্তর প্রদেশেও করা হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস সহ সভাপতি।

ঋণে ছাড় ও পণ্যের ন্যায্য দামের দাবিতে ১১ দিন ধরে সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মঙ্গলবার ওই বিক্ষোভে গুলিতে ৫ কৃষক নিহত হন। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রদেশ।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল প্রাণ হারানো ওই কৃষকদের স্বজনদের সমবেদনা জানাতে মান্দসরে যাচ্ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে